আগামী ৯ ডিসেম্বর নেত্রকোনা মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সকল সাংস্কৃতিক সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়।
তিন দিবসের নিরাপত্তা জোরদারসহ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পর্কে সভায় উপস্থিতির বিভিন্ন মতামত নিয়ে আলোচনা করা হয়। এতে বীর মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। অতিরিক্ত জেলা প্রশাসক মামুন খন্দকারের সঞ্চালনায় সভাপতিত্ব করেছেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ।
এ ছাড়াও বক্তব্য রাখেন পুলিশের প্রতিনিধিসহ স্থানীয় জনপ্রতিনিধি। সভায় বিগত দিনের ন্যায় আয়োজন করার পাশাপাশি এবার সার্বিক নিরাপত্তার উপর জোর দিয়েছেন।
বিডি প্রতিদিন/এমআই