নোয়াখালী জেলা শহরে প্রধান প্রধান সড়কের মোড়ে মোড়ে সংসদ সদস্য (এমপি) একরামুল করিম চৌধুরীর নেতৃত্বে অবরোধবিরোধী অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে।
বুধবার সকালে সোনাপুর জিরো পয়েন্ট থেকে শুরু করে মাইজদী বাজার পর্যন্ত আওয়ামী লীগ এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ অবস্থান কর্মসূচিতে যোগদান করেন।
এ সময় হরতাল-অবরোধ, সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে নোয়াখালীতে কঠোর অবস্থান কর্মসূচি ঘোষণা করে এমপি একরাম বলেন, বিএনপি-জামায়াত আবারও আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। নোয়াখালীর মাটিতে তাদের কোনো স্থান হবে না।
তিনি আরও বলেন, যতদিন পর্যন্ত আগুন সন্ত্রাস বিএনপি জামায়াতের হরতাল অবরোধ চলবে, ততদিন পর্যন্ত আমি বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে রাজপথে থাকবো।
এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম শামসুদ্দিন জেহান, সাবেক জেলা পরিষদের সদস্য আওয়ামী লীগ নেতা কামাল ও চেয়ারম্যান বাহাদুরসহ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হরতাল-অবরোধবিরোধী স্লোগান দেন এমপি একরাম।
বিডি প্রতিদিন/এমআই