৮ নভেম্বর, ২০২৩ ১৫:৫১

গাজীপুরে দোকান থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে দোকান থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রতীকী ছবি

গাজীপুর সিটি করপোরেশনের নাওজোড় এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশের একটি জ্বালানি তেলের দোকান থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রহিম মিয়া (৩০) ঝালকাঠি জেলার সদর উপজেলার চুন্নু মিয়ার ছেলে। তিনি গাজীপুর সিটি করপোরেশনের নাওজোড় এলাকায় আরিফ হোসেনের বাসায় ভাড়া থাকতেন। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গাজীপুর সিটি করপোরেশনের নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দোকান নির্মাণ করে সেখানে গাড়িতে তেল বেচা-কেনার ব্যবসা করতেন রহিম। মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে তার ওই দোকানের ভেতর চৌকির ওপর রহিমকে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন। স্থানীয় লোকজন জিএমপির বাসন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ওসি মো. ইব্রাহিম হোসেন বলেন, সুরতহালে নিহতের নাক ও মুখ দিয়ে রক্ত বের হতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। তার মোবাইল ফোন সেট ও দোকানে থাকা টাকা পয়সাও খোয়া গেছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর