গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে এ আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে "উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি প্রণয়ন ও বাস্তবায়নের আহবানে " শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শামীম হাসান।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর টিটিসির অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান, আইডিইবির সাধারণ সম্পাদক মারুফ আহমেদ। আলোচনা সভা শেষে একটি র্যালি মেহেরপুর শহর প্রদক্ষিণ করে।
বিডি প্রতিদিন/এএ