ময়মনসিংহের ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের হাটপাগলা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান। তার নিকট সভাপতির দায়িত্ব ন্যস্ত হওয়ার পর আজ বুধবার দুপুর সোয়া ১২টার দিকে এই প্রথম তিনি ওই বিদ্যালয় পরিদর্শনে যান। প্রধান শিক্ষকের দিক নির্দেশনায় শিক্ষার্থীরা রৌদ্র উপেক্ষা করে উপজেলা নির্বাহী অফিসারকে অভিবাদন জানানোর জন্য সড়কের দু'পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন। পরে উপজেলা নির্বাহী অফিসার বিদ্যালয় এলাকায় গিয়ে পৌঁছলে তারা ইউএনওর উপর ফুলের পাপড়ি ছিটিয়ে ও তার গলায় ফুলের মালা পরিয়ে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। এ সময় ইউএনওর সাথে ছিলেন ছনধরা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
এ বিষয়ে জানতে হাটপাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম সরকার সেন্টুর মুঠোফোনে বার বার মোবাইল করলেও তিনি সাংবাদিকের মোবাইল রিসিভ করেননি। তবে বিশ্বস্তসূত্রে জানা গেছে, শিক্ষার্থীরা ইউএনওকে অভিবাদন জানাতে খুব বেশি সময় রাস্তায় ছিলেন না। বিদ্যালয়ের সামনেই তারা ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানাতে অপেক্ষা করছিল। জানা যায়, বর্তমানে ওই বিদ্যালয়ে প্রায় ৪শ শিক্ষার্থী রয়েছে। এছাড়া শিক্ষক ও কর্মচারী মিলে ১৫ জনের একটি দক্ষ স্টাফ রয়েছে। বিদ্যালয় পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন ও বিস্তারিত খোঁজখবর নেন। একজন শিক্ষক জানান, আমরা উপজেলা নির্বাহী অফিসারের নিকট আমাদের সমস্যাবলি তুলে ধরেছি। পরে শিক্ষকদের দাবির প্রেক্ষিতে তিনি শীঘ্রই বিদ্যালয়ের টয়লেট সংস্কার, শিক্ষকদের বসার চেয়ার ও লেকচার টেবিলের ব্যবস্থা করে দিবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম সরকার সেন্টু, পরিচালনা কমিটির সদস্য ইবরাহীম ও শিক্ষক শিক্ষার্থীরা সেখানে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ