বগুড়ার শেরপুরে বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে শেরপুর শহরের স্থানীয় বাসস্ট্যান্ডে এ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান।
এসময় তিনি বলেন, যে হাত দিয়ে গাড়িতে আগুন দেওয়া হবে, সেই হাত ভেঙে দেওয়া হবে। আন্দোলনের নামে সাধারণ জনগণের জানমালের কোনো ক্ষতিসাধন মেনে নেওয়া হবে না।
উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান ভুট্টোর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের নেতা সৈয়দ ফজলে ইমাম টুলু, বদরুল ইসলাম পোদ্দার ববি, অ্যাডভোকেট তোজাম্মেল হক, আশরাফুল আলম আইয়ুব খান, মীর্জা এমএ মালেক, শাহ আলম ফকির, চন্দন কুমার দাস রিংকু, জুলফিকার আলী সঞ্জু, যুবলীগ নেতা আরিফুজ্জামান সরকার আরিফ, আবু বকর সিদ্দিক, আরিফ মোল্লা, ফারাইজুল ইসলাম, আব্দুর রাজ্জাক ও মনিরুজ্জামান মনির প্রমুখ।
এর আগে, বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বিডি প্রতিদিন/এমআই