১২ নভেম্বর, ২০২৩ ১৭:২০

বেনাপোল সীমান্তে সোয়া কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩

অনলাইন ডেস্ক

বেনাপোল সীমান্তে সোয়া কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩

বেনাপোল সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় এক কেজি ৩৯৯ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রবিবার ভোরে বেনাপোল বারোপুতা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি গ্রামের আনার উদ্দিনের ছেলে আজমীর (২১), একই এলাকার আলী কদমের ছেলে জালাল উদ্দীন (৩৮) ও রুহুল আমিনের ছেলে নুরুজ্জামান (৪০)। খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল সীমান্তের বারোপুতা গ্রামে বিপুল পরিমাণ স্বর্ণের চালান নিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে চোরাকারবারিরা। পরে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেলের তিন আরোহীকে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে এক কেজি ৩৯৯ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ২৬ লাখ টাকা। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর