- হোম
- দেশগ্রাম
- মাগুরায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত...
অনলাইন ভার্সন
মাগুরায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত
মাগুরা প্রতিনিধি
মাগুরা সদর উপজেলার ধলহরা বাজারের পাশে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি চলন্ত ভ্যান ও পাশে থাকা পথচারীদের চাপা দিলে ঘটনাস্থালেই ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। নিহতের নাম আরোজ বিশ্বাস (৪৫)। তার বাড়ি মাগুরা সদর উপজেলার রাঘব দাইড় ইউনিয়নের দোড়ামতনা গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সোমবার দুপুরে মাগুরা থেকে নড়াইলমুখী একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে গেলে সামনের চাকা পাংচার হলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা একটি ভ্যানসহ পথচারীদের চাপা দেয়। এ সময় ভ্যানে থাকা যাত্রী আরোজ আলী ঘটনাস্থলেই মারা যায়। ৫ জন আহত হলে তাদেরকে স্থানীয়রা তাদেরকে দ্রুত মাগুরা সদর হাসপাতালে নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করেন। এ ব্যাপারে মাগুরা সদর থানায় একটি মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ