পঞ্চগড়ে আওয়ামী লীগের উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগড় চিনি কল মাঠ থেকে সোমবার দুপুরে এই শোভাযাত্রা শুরু হয়। পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মজাহারুল হক প্রধান এই শোভাযাত্রার নেতৃত্ব দেন।
পঞ্চগড়-১ আসনের কয়েক হাজার নেতাকর্মী মোটরসাইকেল, বাস এবং ট্রাকসহ বিভিন্ন পরিবহনযোগে শোভাযাত্রায় অংশ নেন।
শোভাযাত্রার শুরুতে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি সারোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান শেখ মিলন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পৌর মেয়র জাকিয়া খাতুন প্রমুখ বক্তব্য রাখেন।
পরে শোভাযাত্রাটি আটোয়ারী অভিমুখে যাত্রা করে। বিকেলে তেঁতুলিয়ায় এসে শোভাযাত্রাটি শেষ হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন