ফেনী-বিলোনিয়া সড়কের ফুলগাজীর মুন্সিরহাটে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে আজ মনির আহমেদ আরশাদী (৫৫) নামের একজন নিহত হয়েছেন। এসময় চালকসহ আরো পাঁচজন আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা উদ্বার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
নিহত ব্যক্তি ফুলগাজীর উত্তর দৌলতপুর গ্রামের মৃত মৌলভী সালেহ আহম্মদের ছেলে। মনির আহম্মদ আরশাদী ফেনীর হাসপাতাল মোড় এলাকার চৌরাস্তা জামে মসজিদের খতিব।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল হাসিম বলেন, বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা ঘটেছে। এই সময় গুরতর আহত মাওলানা মনির আহমেদ আরশাদী (৫৫) কে প্রথমে মুন্সিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থার অবনতি হলে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএম