বগুড়ার আদমদীঘির সান্তাহারে অজ্ঞাত এক বৃদ্ধের (৭০) লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন এলাকা থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, সোমবার রাতে ওই বৃদ্ধ কোথাও কাজ করে এসে রাতে টিকিট কাউন্টার এলাকায় শুয়ে ছিলেন। দীর্ঘ সময় তার শুয়ে থাকা এবং নড়াচড়া করতে না দেখে স্থানীয়দের মনে সন্দেহ হয়। পরে সেখানে গিয়ে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন। খরব পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। তবে ওই বৃদ্ধের পরিচয় এখনো পাওয়া যায়নি। তার পড়নে ছিল লুঙ্গি ও শার্ট।
সান্তাহার রেলওয়ে থানার উপ পরিদর্শক নরেশ চন্দ্র জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম