নোয়াখালীর বেগমগঞ্জের ছয়ানীতে মাদক, সন্ত্রাস, জঙ্গি, চাঁদাবাজি, ছিনতাই ও খুনের অভিযোগে কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি দল অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন- কিশোর গ্যাংয়ের এর প্রধান একাধিক মামলার আসামি নাজমুল ইসলাম রাসেল (২৩), রিশাদ, মাহফুজুর রহমান ওরপে হৃদয়, মো. শাহ পরান, মাইন উদ্দিন, পিয়াল হাসান, নাজিম উদ্দিন ও মো. রাসেল।
র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাইকারীসহ নানান অভিযোগ রয়েছে। নাজমুল হাসান রাসেলের নের্তৃত্বে তারা দীর্ঘ দিন থেকে পশ্চিমাঞ্চলে অপরাধ সংঘটিত করছে।বিডি প্রতিদিন/এএম