২১ নভেম্বর, ২০২৩ ১৯:৩৭

বাগেরহাটে ৪ গরুসহ ৩ চোর আটক

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে ৪ গরুসহ ৩ চোর আটক

বাগেরহাটের রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে চারটি চোরাই গরুসহ ৩ চোরকে আটক করেছে। সোমবার রাত সাড়ে ১০টায় দিকে রামপাল খেওয়াঘাট এলাকা পুলিশ তাদের আটক করা হয়। মঙ্গলবার সকালে ৩ চোরকে গ্রেফতার দেখিয়ে বাগেরহাটের আদালতে পাঠালে বিচারক তাদের করাগারে প্রেরণের নির্দেশ দেন। 

আটককৃতরা হলেন, বাগেরহাটের রামপাল উপজেলার রামপাল সদরের কাদের খানের ছেলে কবির খান (৫০), ঝনঝনিয়া গ্রামের শাহাজান শেখের ছেলে জাহিদ শেখ (৪২) ও ফকিরহাট উপজেলার মাসকাটা গ্রামের মোহাম্মদ আলী শেখের ছেলে জামাল শেখ (৩২)। 

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম জানান, আটককৃতরা পেশাদার গরু ছাগল চোর। এরা দেশের বিভিন্ন স্থান থেকে গরু ছাগল চুরি করে রামপালে এন জবাই করে মাংস বিক্রি করে। সোমবার সন্ধ্যায় পুলিশের কাছে খবর আসে কবির খান কয়েকটি গরু নিয়ে খেয়াঘাটের পাশে তার বাসায় রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে প্রথমে খেয়াঘাটের কবিরের বাসায় অভিযান চালিয়ে ২টি গরুসহ কবির কসাই ও জাহিদকে আটক করে। তাদের দেয়া তথ্যমতে ভাগায় অভিযান চালিয়ে জামালকে আরও ২ টি গরুসহ আটক করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই ৪টি গরু চুরি করে এনেছে বলে শিকার করেছে।

বিডি প্রতিদিন/এএম

সর্বশেষ খবর