২১ নভেম্বর, ২০২৩ ১৯:৩৯

লালমনিরহাটে পৃথক ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটে পৃথক ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার

লালমনিরহাটের সদর, আদিতমারি ও হাতিবান্ধা উপজেলা থেকে ৩টি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধায় পুকুর থেকে হাসনা খাতুন (৫৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই বৃদ্ধা হাসনা খাতুন(৫৫) উপজেলার বড়খাতা ইউনিয়নের বসুনিয়াপাড়ার মৃত ফজলে রহমানের স্ত্রী। এ ছাড়া তিনি একজন মানসিক ভারসম্যহীন।  

নিহত বৃদ্ধার ছোট ভাই বাবু ওই পুকুরের পানিতে একটি শাড়ি ভাসতে দেখেন। এ সময় স্থানীয়দের সহযোগিতায় দেখতে পারেন যে হাসনা খাতুনের মরদেহ। পরে পুলিশের খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করেন। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এদিকে আজ বিকেলে লালমনিরহাটের তিস্তা সড়ক সেতুর নিচে তিস্তা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পরনে কালো রঙের জ্যাকেট ও ভিতরে ছিল টি শার্ট। বয়স ৫৫ থেকে ৬০ বছর হবে বলে ধারণা পুলিশের। সদর থানার ওসি ওমর ফারুক বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।

অন্যদিকে স্কুলছাত্রী ধর্ষণের দায়ে অভিযুক্ত আবুল কাশেম (৬৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে জেলার আদিতমারী থানা পুলিশ।
মঙ্গলবার সকালে আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের বড়াইবাড়ি কলতারপাড় গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিবেশি চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে(১১) নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আবুল কাশেমের বিরুদ্ধে গত এক মাস আগে আদিতমারী থানায় একটি মামলা হয়। মামলা হলেও পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি।

মঙ্গলবার সকালে তার বাড়ির লোকজন ঘরে ভিতর আবুল কাশেমের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।  

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোজাম্মেল হক নিশ্চিত করেন।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর