২২ নভেম্বর, ২০২৩ ২২:০৪

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে এলোপাতাড়ি পাথর নিক্ষেপ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে এলোপাতাড়ি পাথর নিক্ষেপ

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে এলোপাতাড়ি পাথর নিচ্ছেপের ঘটনা ঘটেছে। বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় জেলা সদরের দক্ষিণ পৈরতলা থেকে পুনিয়াউট মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে। এতে একজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তার পরিচয়-জানা যায়নি। 

প্রত্যক্ষদর্শী ও ট্রেনে থাকা যাত্রীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী কালনি এক্সপ্রেস সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া অতিক্রম করছিল। ট্রেনটি শহরের দক্ষিণ পৈরতলা ও পুনিয়াউট এলাকার মাঝামাঝি আসলে কয়েকজন যুবক এলোপাতাড়ি পাথর নিক্ষেপ করে। এতে ট্রেনে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। এই ঘটনায় পাথরের আঘাতে একজন যাত্রী আহত হন। তবে তার নাম পরিচয় জানা যায়নি। 

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক মো. সাইফুল ইসলাম বলেন, কালনি এক্সপ্রেস ট্রেনের ব্রাহ্মণবাড়িয়ায় স্টপেজ নেই। ট্রেনটির ব্রাহ্মণবাড়িয়ায় শুধু আশুগঞ্জ ও আখাউড়ার আযমপুর স্টেশনে স্টপেজ আছে। তাই আহতের বিষয়ে জানা যায়নি। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর