বিএনপিসহ সমমনা দলের সপ্তম দফা অবরোধের সমর্থনে সিরাজগঞ্জে মশাল মিছিল করেছে বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
শনিবার সন্ধ্যার পর জেলা বিএনপির নেতৃত্বে শহরের ইবি রোডে এ মিছিল করা হয়।
এছাড়া পাবনা-বগুড়া মহাসড়কে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ঝটিকা মশাল মিছিল করা হয়েছে। এসময় নেতাকর্মীরা তফসিল ও সরকারি দলের বিরুদ্ধে নানা স্লোগান দেন। এছাড়া অবরোধ সফল করতে সকলের প্রতি আহ্বান জানান।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ