২৭ নভেম্বর, ২০২৩ ১৮:৪০

কুড়িগ্রামে শীতে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগ

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে শীতে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগ

কুড়িগ্রামে প্রতিদিন বেড়েই চলেছে ডায়রিয়া ও শীতজনিত রোগীর সংখ্যা। এতে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে এ রোগসহ শীতজনিত নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে ১৫-২০ জন রোগী। তবে ডায়রিয়া ওয়ার্ডে সীমিত আসনে রোগীর সংখ্যা বাড়ায় কিছুটা সমস্যা হচ্ছে বলে রোগীর স্বজনরা জানান। 

হাসপাতাল কর্তৃপক্ষও বলছে, হাসপাতালে বেড সংকট থাকলেও রোগীদের সেবা দিতে কোন সমস্যা নেই। কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল  হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে সোমবার পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা ৫২ জন। এছাড়াও প্রতিদিন ডায়রিয়া রোগীর বাইরে শীতের কারণে শীতজনিত নিউমোনিয়া, কাশি, সর্দি ও এজমা রোগী ভর্তি হচ্ছে। 

জেলার সদর উপজেলার চর হরিকেশ থেকে আসা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে এসে এক বৃদ্ধ মহিবুল্লাহ জানান, ৪দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলাম। ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হই। পাতলা পায়খানায় কাহিল হইছিলাম। এখানকার স্যালাইন আর ডাক্তারের চিকিৎসায় সুস্থ্য হয়ে উঠছি। বেলগাছা ইউনিয়নের কুরবান আলীর ৭ বছরের শিশু আযান আলী নিউমোনিয়া কাশি নিয়ে হাসপাতালে ভর্তি নিয়ে চিকিৎসা নেয়। তিনি জানান,আমার ছোট বাচ্চা গত এক সপ্তাহ ধরে কাশি নিয়ে চিকিৎসা চলছে।এখন সুস্থ্য হয়ে বাড়ি নিয়ে যাচ্ছি। 
অতিরিক্ত ঠান্ডার কারনে তার নিউমোনিয়া দেখা দেয়। বর্তমানে শীতের তীব্রতা ও ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ায় শীতজনিত রোগের সংখ্যা বাড়ছে।  

জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর রহমান সরদার শিপন বলেন, কুড়িগ্রামে প্রতি বছরের ন্যায় এবারেও আগাম শীত দেখা দিয়েছে। তাই শীতে ডায়রিয়া রোগীর সংখ্যা একটু ক্রমেই বাড়ছে। তবে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা যাদের বয়স মাত্র ৬ মাস থেকে এক বছর। তবে বৃদ্ধরাও রয়েছেন। অনেকেই হাপানি কাশিসহও ভর্তি হচ্ছেন। এ পর্যন্ত হাসপাতালে শুধুমাত্র ৫২ জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে। তিনি বলেন, শীত যতই বাড়বে শীতজনিত রোগীর সংখ্যা বাড়তেই থাকবে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর