২ ডিসেম্বর, ২০২৩ ১৬:৫৭
কুষ্টিয়ায় মনোনয়নপত্র যাচাই-বাছাই

ছোটখাটো ভুল সংশোধনের সুযোগ থাকবে সোমবার পর্যন্ত

কুষ্টিয়া প্রতিনিধি

ছোটখাটো ভুল সংশোধনের সুযোগ থাকবে সোমবার পর্যন্ত

কুষ্টিয়া জেলার ৪টি সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই হবে আগামী সোমবার। ছোটখাটো ভুল থাকলে ওইদিন পর্যন্ত সংশোধনের সুযোগ থাকবে। কুষ্টিয়া জেলার ৪টি আসনে ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক এহেতেশাম রেজা বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, সোমবার বেলা ১১টায় কুষ্টিয়া-১ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হবে। ওইদিন প্রতি আধা ঘণ্টায় একেকটি আসনের মনোনয়নপত্র দেখা হবে। যাচাই-বাছাই কার্যক্রম শেষ হবে দুপুর ১টায়। তবে, প্রাক-বাছাই হিসেবে শনিবারও মনোনয়নপত্রগুলো দেখেছেন কর্মকর্তারা।

কুষ্টিয়া জেলা প্রশাসকের কক্ষে তিনি ছাড়া এই প্রাক-বাছাইয়ে অংশ নেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল ওয়াদুদ, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল।

জেলা প্রশাসক এহেতেশাম রেজা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সোমবার বিকাল চারটায় মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঘোষণা দেওয়া হবে। গণপ্রতিনিধিত্ব আইন সংশোধন হওয়ায় এবার ছোটখাটো ভুল, স্বাক্ষর বা সংযুক্ত কাগজ না থাকলে ওইদিন বিকাল ৪টা পর্যন্ত ঠিক করে নেওয়া যাবে। এতে মনোনয়নপত্র বাতিল হওয়ার আশঙ্কা কম থাকবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর