গাইবান্ধার ফুলছড়িতে ব্যাটারী চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী শ্রী পিয়াল (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার উদাখালী ইউনিয়নের হাসপাতাল ও মাদ্রসা বাজার রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত পিয়াল উপজেলার উদাখালী ইউনিয়নের সিংরিয়া গ্রামের শ্রী হরীশ চন্দ্রের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার উদাখালী ইউনিয়নের হাসপাতাল ও মাদ্রসা বাজার রোডে ব্যাটারী চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনায় মোটরসাইকেল আরোহী পিয়াল ঘটনাস্থলেই নিহত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ মো. রজব আলী।
বিডি প্রতিদিন/এএম