দ্বাদশ জাতীয় সংসদের ৩০০ নং পার্বত্য বান্দরবান আসনে জমা পড়া ৩টি মনোনয়নপত্রের সবই ‘বৈধ’ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার।
বৈধ ঘোষিতরা হলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বীর বাহাদুর উশৈসিং, স্বতন্ত্র প্রার্থী মং ঞো প্রু চৌধুরী এবং জাতীয় পার্টি (লাঙ্গল) মনোনীত প্রার্থী এটিএম শহীদুল ইসলাম।
রবিবার ৩ ডিসেম্বর সকালে যাচাই বাছাই শেষে প্রার্থীদের মনোনয়নপত্র ‘বৈধ’ ঘোষণা দেন বান্দরবান আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন।
তিনি জানান, গত ৩০ ডিসেম্বর পর্যন্ত ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। যাচাই বাছাইকালে তাদের সব তথ্য সঠিক বলে বিবেচিত হওয়ায় ৩ জনকেই ‘বৈধ’ হিসেবে ঘোষণা করা হলো।
বিডি প্রতিদিন/হিমেল