যাচাই-বাছাই শেষে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রাঙামাটি জেলা রিটর্নিং কর্মকর্তা মো. মোশারফ হোসেন খান। রবিবার বেলা ১১টায় রাঙামাটি জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।
যাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে তারা হলেন ক্ষমতাশীল দল আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী দীপংকর তালুকদার, জাতীয় পার্টির সমর্থিত প্রার্থী মো. হারুনূর রশিদ, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস সমর্থিত প্রার্থী ঊষাতন তালুকদার, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের সমর্থিত প্রার্থী অমর কুমার দে ও তৃণমূল বিএনপি সমর্থিত প্রার্থী মো. মিজানুর রহমান।
রাঙামাটি জেলা রিটার্নিং কর্মকর্তা মো. মোশারফ হোসেন খান বলেন, নির্বাচনের জন্য সরকারি কোনো বাসভবন অফিস, রেস্টহাউস ও গাড়ি ব্যবহার করা যাবে না। এছাড়া নির্বাচনের সব আচারণবিধি বিধানে সব উল্লেখ করা আছে। যারা প্রার্থী হয়েছেন তাদের এসব অবশ্যই মেনে চলতে হবে। আচারণবিধি ভঙ্গ করা যাবে না। আচারণবিধি ভঙ্গ করলে মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।
অন্যদিকে যাচাই বাছাইয়ের দিন ৪ প্রার্থী যথাসময় উপস্থিত হলেও অদৃশ্য কারণে তৃণমূল বিএনপি সমর্থিত প্রার্থী মো. মিজানুর রহমান উপস্থিত হননি।
বিডি প্রতিদিন/এএ