৭ ডিসেম্বর, ২০২৩ ২০:৫৬

কিউএস র‌্যাঙ্কিংয়ে সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বশেমুরকৃবি

গাজীপুর প্রতিনিধি

কিউএস র‌্যাঙ্কিংয়ে সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বশেমুরকৃবি

বিশ্ববিখ্যাত যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াক কোয়ারেলি সায়মন্ডস (কিউএস) বিশ্বসেরা টেকসই বিশ্ববিদ্যালয়সমূহের র‌্যাংকিং-২০২৪ প্রকাশ প্রকাশ করেছে। বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়সমূহের তালিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) দেশের দ্বিতীয় সেরা পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পেয়েছে। গত ৫ ডিসেম্বর ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস: সাসটেইনেবিলিটি ২০২৪’ শিরোনামে বিশ্বের টেকসই বিশ্ববিদ্যালয়সমূহের র‌্যাঙ্কিং প্রকাশ করেছে কিউএস। বৃহস্পতিবার বশেমুরকৃবির ভাইস-চ্যান্সেলরের একান্ত সচিব ড. আবু হাদী মো: আসাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

তিনি জানান, তালিকায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) অবস্থান, এরপর আছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। সামাজিক ও পরিবেশগত ইম্প্যাক্ট সূচকে শীর্ষ এক হাজার এবং প্রশাসনিক দক্ষতা সূচকে শীর্ষ ৬৭২তম অবস্থানে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়সমূহের তালিকায় অবস্থান করছে বশেমুরকৃবি (এশিয়াতে অবস্থান ৩৯০তম) যা বিশ্ববিদ্যালয় পরিবার তথা দেশের জন্য অত্যন্ত গর্বের ব্যাপার। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর