বরিশালে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপির একাধিক ইউনিটকে মানববন্ধন করতে দেয়নি পুলিশ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্ত্বরে এই মানববন্ধনের আয়োজন করে মহানগর বিএনপি। এ সময় পুলিশ তাদের ব্যানার কেড়ে নিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
এর আগে উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদসহ নেতৃবৃন্দ মানববন্ধনের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। পরে দলীয় কার্যালয় চত্ত্বর থেকে তারা মিছিল বের করার চেষ্টা করলে তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
একই সময়ে দক্ষিণ জেলা বিএনপি মিছিল সহকারে দলীয় কার্যালয়ে প্রবেশের চেষ্টা করলে তাদেরও বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশ তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। পরে তারা বিবির পুকুর পাড় এলাকায় সংক্ষিপ্ত মানববন্ধন করে। এতে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন, জেলা আইনজীবী ফোরামের সভাপতি মহসিন মন্টু ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
অপরদিকে জেলা মহিলা দল সদর রোডে মানববন্ধনের চেষ্টা করলে পুলিশ তাদেরও সরিয়ে দেয়। বিএনপির মানববন্ধন কর্মসূচিকে ঘিরে যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীর সদর রোডে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।
বিডি প্রতিদিন/এএম