ঝিনাইদহের মহেশপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মকলেস আলী (৫০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। নিহত মকলেস পৌরসভাধীন বেলেমাঠ-বাথানগাছি গ্রামের মৃত আনসার আলীর ছেলে। এ সময় অপর মোটরসাইকেলে থাকা পৌর এলাকার গাড়াবাড়িয়া গ্রামের রাব্বি (১৭) ও ইফাত (১৮) নামে আরো দুইজন আহত হয়েছে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রবিবার দুপুর ২টার দিকে উপজেলার কৃষি অফিসের সামনে এঘটনা ঘটে।
জানা গেছে, মোটরসাইকেল চালক মকলেস আলী প্রয়োজনীয় কাজ শেষ করে বাড়ি ফিরছিল এবং রাব্বি ও ইফাত বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মহেশপুর শহরের দিকে আসছিল। পথিমধ্যে উপজেলার কৃষি অফিসের সামনে আসামাত্রই দুই দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সেসময় রাস্তার উপর ছিটকিয়ে পড়ে মকলেস আলী ঘটনাস্থলেই মারা যান। এ তথ্য নিশ্চিত করেন মহেশপুর ফাঁড়ির সাব ইন্সেপেক্ট জাহাঙ্গীর হোসেন।
বিডি প্রতিদিন/এএ