আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. নাজমুল হাসান, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এ্যাড. রফিক সরকার ও মহিলা দলের নেত্রী মেরিনা বেগমসহ প্রমুখ। মানববন্ধনে বিএনপি, মহিলাদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এএ