১০ ডিসেম্বর, ২০২৩ ২০:৪৯

নেত্রকোনায় পিয়াজের বাজারে অভিযান, ৪ ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় পিয়াজের বাজারে অভিযান, ৪ ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোনা জেলায় পিয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে গত দুদিন ধরে নিয়মিত অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার সকালে (১০ ডিসেম্বর) জেলার দুর্গাপুরে মেছুয়া বাজারে অভিযান চালিয়ে চার ব্যবসায়ীকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করে। 

তদারকিকালে মূল্য তালিকা সঠিক ভাবে সংরক্ষণ না করা, তালিকায় উল্লিখিত মূল্যের চেয়ে বেশি দামে পিয়াজ বিক্রয় ও পণ্য ক্রয়ের পাকা রশিদ সংরক্ষণ না করার অপরাধে মেসার্স দুলাল চন্দ্র পালকে ৫ হাজার, মেসার্স মতিন্দ্র চন্দ্র পালকে ৫ হাজার, গোপাল পালকে ২ হাজার ও হাফিজ ভান্ডারকে  ৪ হাজার টাকা জরিমানা করা হয়। প্রাথমিকভাবে শাস্তি সরূপ এই চারজনের কাছ থেকে মোট ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
 
এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওসমান গনী। তিনি জানান, এর আগের দিন শনিবার সকালে নেত্রকোনা শহরের মেছুয়া বাজারেও অভিযান পরিচালনা করা হয়। নেত্রকোনায় পিয়াজের বাজারে অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীর কাছ থেকে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর