কুয়াশার চাদরে ঢাকা পড়েছে নীলফামারীর গ্রামীণ জনপথ। রাতে টিপটিপ করে বৃষ্টির মতো কুয়াশা পড়তে থাকে এই জনপথে। গত কয়েকদিনে এখানকার আবহাওয়া মেঘলা, কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পর ভোরে কুয়াশায় কুঁকড়ে যায় মানুষ। কুয়াশার কারণে অনেকে কাজে বের হতে পারেনি। জড়োসড়ো হয়ে বাড়িতে বসে আছেন অনেকে।
সেই সঙ্গে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন। হঠাৎ শীত বেড়ে যাওয়ায় অভাবী ও গরিব মানুষেরা কষ্ট পাচ্ছেন। ফলে সড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।
রবিবার (১০ ডিসেম্বর) ভোর থেকে পুরো জনপদ কুয়াশায় ঢেকে যায়। ১০ ফুট দূরত্ব পর্যন্ত দেখা যায়নি না কুয়াশার কারণে।
বিডি প্রতিদিন/হিমেল