রংপুরের তারাগঞ্জ ও পীরগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন তারাগঞ্জ উপজেলার ভবানীগঞ্জ শেরমস্ত এলাকার কৃষক খোদা বকশ (৫০) এবং পীরগঞ্জের শানেরহাট ইউনিয়নের ঘোষপুর গ্রামের ইদ্রিস আলী (৫৫)।
পুলিশ জানায়, তারগাঞ্জ উপজেলার ভবানীগঞ্জ শেরমস্তর নিজ বাড়ি থেকে পাশের মাঠে ভুট্টা লাগানোর জন্য সকাল ৯টার দিকে বেদা (একপ্রকার লাঙল) কাঁধে নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন খোদা বকশ। রাস্তাটির কিছু দূর পৌঁছালে পেছন থেকে ইটবহনকারী একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত খোদা বকশকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। অপরদিকে রবিবার বিকেলে রংপুর থেকে ঢাকাগামী একটি ট্রাক পীরগঞ্জ সদরের জামতলা এলাকায় আসলে ইদ্রিস আলীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইদ্রিস আলী মারা যান।
এ সময় ট্রাক চালক জাহাঙ্গীর অঅলমকে আটক ও ট্রাকটি জব্দ করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন তারাগঞ্জ থানার ওসি ছিদ্দিকুল ইসলাম ও পীরগঞ্জ হাইওয়ে থানার ওসি সোলায়মান শেখ।
বিডি প্রতিদিন/এএ