১৭ ডিসেম্বর, ২০২৩ ০৭:২৭

ভৈরবে প্রাইভেটকারে ১৫০ বোতল ফেনসিডিল, গ্রেফতার ৩

কিশোরগঞ্জ প্রতিনিধি

ভৈরবে প্রাইভেটকারে ১৫০ বোতল 
ফেনসিডিল, গ্রেফতার ৩

র‌্যাবের মাঝে গ্রেফতার তিনজন

প্রাইভেটকার তল্লাশি করে ১৫০ বোতল ফেনসিডিলসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার বিকালে কিশোরগঞ্জের ভৈরবে অভিযানটি চালায় র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল এই গ্রেফতার করে।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের দলটি ভৈরবের নাটালের মোড় এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালায়। এ সময় একটি প্রাইভেটকার তল্লাশি করে ১৫০ বোতল ফেনসিডিল, তিনটি মোবাইল ফোন ও নগদ এক হাজার টাকা উদ্ধার ও তিনজনকে গ্রেফতার করে। 

গ্রেফতার তিনজন হলেন- মৌলভীবাজার জেলা সদরের বর্বিজোড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে তানবির মিয়া (৩১), হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মোড়াকরি গ্রামের রেনু মিয়ার ছেলে পারভেজ (৩০) ও হবিগঞ্জের মাধবপুর উপজেলার মালঞ্চপুর গ্রামের রঙ্গু মিয়ার ছেলে সজিব মিয়া (২৬)।

র‌্যাবের স্কোয়াড কমান্ডার মুহা. জাহিদ হাসান গ্রেফতার তিনজনকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে ভৈরব থানায় মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর