বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সবুর বলেছেন, দাউদকান্দি-তিতাসের জনগণ আমাকে যদি তাদের মূল্যবান ভোট দিয়ে এমপি নির্বাচিত করেন, এ জনপদকে সন্ত্রাস, দুর্নীতি চাঁদাবাজ ও মাদকমুক্ত গড়ে তুলতে কাজ করবো।
শনিবার বিকেলে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজার, দৌলতপুর, মালিগাও, মোহাম্মদপুর পাঠানতুলি এলাকায় নৌকা মার্কার নির্বাচনি প্রচারণা শেষে মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে পথসভায় তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোখলেছুর রহমান পাঠানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. আব্দুল মান্নান জয়, বশিরুল আলম মিয়াজি, যুগ্ম সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. আহসান হাবীব চৌধুরী লীল মিয়া, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল