টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) গভর্নিং বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন।
গত ২২ ডিসেম্বর ঢাকায় বিএনএফ’র সাধারণ সভায় টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগমকে ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।
বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানবিক স্বেচ্ছাসেবকদের সৃষ্ট ছোট ছোট সমিতি/এনজিও, যারা দরিদ্র মানুষের দোরগোড়ায় থেকে বাস্তবতার সাথে জুতসই কার্যক্রম এবং কর্মকৌশল সফলতার সঙ্গে সম্পাদন করার উপযোগিতা আছে এবং সক্ষম। তাদের কারিগরি সহায়তা এবং আর্থিক অনুদান বরাদ্দের জন্য বাংলাদেশ সরকার এনজিও ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছে। প্রতিষ্ঠানটি দারিদ্র্য বিমোচন ও মহিলা ক্ষমতায়নে কাজ করছে।
বিডি প্রতিদিন/এমআই