দিনাজপুরে “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়”-শীর্ষক আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শহীদ জাহাঙ্গীর অডিটরিয়ামে জেলা তথ্য অফিসের আয়োজনে এবং গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের সহযোগিতায় এই আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশকে একটি জ্ঞানভিত্তিক অর্থনীতি এবং উদ্ভাবনী জাতি হিসেবে পরিচিত করতে স্মার্ট বাংলাদেশ যথেষ্ট ভূমিকা রাখবে। স্মার্ট বাংলাদেশ ভিশন ২০৪১ প্রতিষ্ঠা ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট বাংলাদেশের রোড ম্যাপ প্রস্তুত করা হয়েছে। এ রোড ম্যাপের ৪টি পিলার রয়েছে। তা হলো স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি ও স্মার্ট গর্ভন্যান্স। তথ্য প্রযুক্তির বাস্তবায়নে ভিশনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ টাস্ক ফোর্স গঠিত হবে। এছাড়া স্মার্ট ও সবর্ত্র বিরাজমান সরকার গড়ে তুলতে জিডিটাল লিডারশিপ অ্যাকডেমি স্থাপন করা হবে। স্মার্ট সিটি, স্মার্ট ভিলেজ এর মাধ্যমে ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ হবে সাশ্রয়ী, টেকসই, বুদ্ধিভিত্তিক, জ্ঞানভিত্তিক এবং উদ্ভাবনী বাংলাদেশ।
জেলা তথ্য অফিস দিনাজপুরের সহকারী পরিচালক মো. আলমগীর কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুল ওয়াদুদ মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইনস্টিটিউটের ভাইস প্রিন্সিপাল প্রকৌশলী মো. সাদেকুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক খন্দকার মো. রওনাকুল ইসলাম, ইনস্টিটিউটের চিফ ইনস্ট্রাক্টর (টেকনোলজি) কম্পিউটার মো. শামীম সুলতান।
“স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভায় উপস্থিত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন নুরে জাহান বর্ষা ও ওয়াসমুল হক আনিস এবং উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মো. রোস্তম আলী সরকার প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ