মাগুরা শহরের বিভিন্ন সড়ক, মার্কেট, অলিগলি ও পাড়া-মহল্লায় বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের গণসংযোগ করেছেন দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন। তিনি মাগুরা সদর-শ্রীপুর নিয়ে গঠিত মাগুরা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী।
মঙ্গলবার সকাল থেকে কাজী রেজাউল হোসেনকে শহরে গণসংযোগ করতে দেখা গেছে। গণসংযোগকালে শহরের চৌরঙ্গী মোড়ে পথ সভায় বক্তব্যে আগামী নির্বাচনে ডাব প্রতীকে তাকে ভোট দেওয়ার অনুরোধ করেন।
তিনি বলেন, এই মাগুরাকে একটি আধুনিক মাগুরা হিসেবে দেখতে চাইলে আপনারা আমার ডাব প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন, এটা আপনাদের কাছে আমার প্রত্যাশা।
বিডি প্রতিদিন/এমআই