বগুড়ার আদমদীঘিতে মধ্য রাতে দুর্বৃত্তের দেওয়া আগুনে দুদু খন্দকার নামের এক কৃষকের ৪০ বিঘা জমির খড়ের স্তুপ (পালা) পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী কৃষক দুদু খন্দকার থানায় লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার ছোট আখিড়া গ্রামের দক্ষিণ পাড়ার মৃত শাহাদতের ছেলে দুদু খন্দকার পেশায় একজন কৃষক। চলতি মৌসুমে ৪০বিঘা জমির ধান কেটে পাওয়া খড়গুলো গো-খাদ্য হিসেবে বিক্রির জন্য বসত বাড়ির পাশে কয়েকটি স্তুপ (পালা) করে রাখেন। রবিবার রাত ১টার দিকে সে সব খড়ের পালায় দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পর তারা বিষয়টি জানতে পেরে বাড়ি থেকে দৌঁড়ে বের হয়ে দেখেন খড়ের পালাগুলোতে আগুন দাউ দাউ করে জ¦লছে। তারা আগুন নিভানোর চেষ্টা করে ব্যার্থ হয়ে আদমদীঘির ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে তারা এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান ভুক্তভোগী কৃষক দুদু লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্তপূর্বক দুর্বৃত্তদের চিহ্নত করে আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এএম