ভোলা-১ আসনের প্রার্থী আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপির কথা মানুষ শোনে না। বিএনপিকে মানুষ একটা সন্ত্রাসী দল বলে মনে করে। তারা যতই বলুক মানুষ ভোটকেন্দ্রে আসবে না, মানুষ আরও বেশি করে ভোটকেন্দ্রে আসবে।
আজ ভোলা শহরে নির্বাচনি প্রচারণায় লিফলেট বিতরণকালে তোফায়েল আহমেদ এসব কথা বলেন। দুপুরে ভোলার সদর রোডে লিফলেট বিতরণ করে ভোট চান তিনি।
এসময় তোফায়েল আহমেদ আরও বলেন, নির্বাচনকে বানচাল করার জন্য বিএনপি নির্বাচন বয়কট করেছে। তাদের ডাকে কেউ সাড়া দেয় না। বিএনপি এমন একটা রাজনৈতিক দল যেই দলে অনেক সন্ত্রাসী আছে। তারা মানুষ মারে, ট্রেনে আগুন দেয়। বাংলার মানুষ এখন বিএনপি থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী দেশের অনেক উন্নয়ন করেছে। দেশকে অনেক মর্যাদাশালী করেছে। ২০৪১ সালে বাংলাদেশ হবে একটি উন্নত দেশ। সেই লক্ষেই প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। আশা করি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আমরা সক্ষম হবো ইনশাআল্লাহ।
বিডি প্রতিদিন/হিমেল