রাজশাহী-৬ আসনের আওয়ামী লীগ প্রার্থী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রচারণা চালিয়েছেন চারঘাট উপজেলায়।
মঙ্গলবার সরদহ ইউনিয়নের সাদিপুর উচ্চ বিদ্যালয়, থান্ডারপাড়া, হলদারপাড়া ও বালিয়াডাঙ্গা এলাকায় গণসংযোগ করেন শাহরিয়ার আলম। বক্তব্য রাখেন নারী সমাবেশে।
রাজশাহী-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী ওমর ফারুক চৌধুরী প্রচারণা চালিয়েছেন তানোর উপজেলার চান্দুড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায়। ওই আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি প্রচারণা চালান তানোরের মুণ্ডমালা পৌর এলাকায়।
রাজশাহী-৫ আসনের আওয়ামী লীগ প্রার্থী আবদুল ওয়াদুদ দারা প্রচারণা চালান পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের বিভিন্ন এলাকায়।
রাজশাহী-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী আসাদুজ্জামান আসাদ প্রচারণা চালান মোহনপুর উপজেলার বাকশিমইল ইউনিয়নে।
রাজশাহী-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী এনামুল হক বাগমারা উপজেলার শুভডাঙ্গা ও বাসুপাড়া ইউনিয়নে প্রচারণা চালান।
বিডি-প্রতিদিন/বাজিত