রাজবাড়ী-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিমের নৌকা প্রতীকের পোস্টার ছেড়ার দায়ে স্বতন্ত্র প্রার্থী নূরে আলম সিদ্দিকী হককে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছেন নির্বাচনি অনুসন্ধান কমিটি। আজ মঙ্গলবার নির্বাচন অনুসন্ধান কমিটির সভাপতি জেলা ও যুগ্ন দায়রা জজ মো. শাহিনুর রহমান স্বাক্ষরিত একটি নোটিশ প্রদান করা হয়েছে।
জানা গেছে, নূরে আলম সিদ্দিকী হকের মনোনীত মো. হাসিবুল হাসান শান্ত মিনি পিকআপে প্রচারকালে মিনি ট্রাকের উপরে লম্বা বাঁশ বেঁধে রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের পোস্টার ছিড়ে ফেলেন। ২৫ ডিসেম্বর আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট এ কে এম শফিকুল মোরশেদ আরুজ কর্তৃক লিখিত অভিযোগের প্রেক্ষিতে কারণা দর্শানো হয়েছে।
আগামী ২৮ ডিসেম্বর বেলা ১২টার মধ্যে স্বতন্ত্র প্রার্থী মো. নূরে আলম সিদ্দিকীকে সশরীরে অথবা মনোনীত প্রতিনিধির মাধ্যমে যুগ্ম জেলা ও দায়রা জজ, ২য় আদালতে যুগ্ম জেলা ও দায়রা জজ মো.শাহিনুর রহমানের কাছে ব্যাখ্যা প্রদানের নির্দেশ প্রদান করতে হবে। কারণ দর্শানোর নোটিশ পেয়ে স্বতন্ত্র প্রার্থী নূরে আলম সিদ্দিকী হল বলেন, এসব অভিযোগ ভিত্তিহীন।
বিডি প্রতিদিন/এএ