৩ জানুয়ারি, ২০২৪ ১৭:৫৮

গাইবান্ধায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির প্রার্থী

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির প্রার্থী

ভোটের চার দিন আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন গাইবান্ধা-৫ আসনের জাতীয় পার্টির প্রার্থী আতাউর রহমান সরকার। তিনি দলের চেয়ারম্যানের উপদেষ্টা ও সাঘাটা উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক।

বুধবার বিকেলে সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের নিজ বাড়িতে এক প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্যে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসন থেকে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী আতাউর রহমান সরকার। নির্বাচনি এলাকার গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার ও ব্যানারও সাঁটিয়েছিলেন। কিন্তু প্রচার প্রচারণা শুরুর ১৭তম দিনে নির্বাচন থেকেই সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তিনি।

এ বিষয়ে আতাউর রহমান সরকার লিখিত বক্তব্যে বলেন, নির্বাচনি ক্যাম্প আগুনে পোড়ানো, কর্মীদের মোটরসাইকেল ভাঙচুর, প্রশাসনের অসহযোগিতা, কর্মীদের মারপিট এবং হুমকি এবং সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি কারণে সরে দাঁড়িয়েছি। আমার সরে দাঁড়ানোর বিষয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও কোনো আলোচনা হয়নি। মূলত এই অস্থিতিশীল পরিবেশে নির্বাচন করা সম্ভব হচ্ছে না, যার কারণে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসন থেকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মাহমুদ হাসান রিপন ও দলের স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বী বুবলীসহ মোট পাঁচ জন প্রার্থী এ আসন থেকে নির্বাচনে লড়ছেন।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর