৩ জানুয়ারি, ২০২৪ ১৮:৪৮

নাটোরে নৌকার নির্বাচনি ক্যাম্পে আগুন

নাটোর প্রতিনিধি:

নাটোরে নৌকার নির্বাচনি ক্যাম্পে আগুন

নাটোরে নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুলের একটি নির্বাচনি ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার ভোর রাতে নাটোর সদর উপজেলা (হাজরা নাটোর) এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর নাটোর-২ আসনের নৌকার প্রার্থী মো. শফিকুল ইসলাম শিমুল, নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের হাবিব এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোর সদর উপজেলার হাজরা নাটোর এলাকায় নৌকার প্রার্থীর একটি নির্বাচনি ক্যাম্প ছিল। রাতে নৌকার সমর্থক ও কর্মীরা ক্যাম্পে নির্বাচনি কাজ শেষে বাড়িতে চলে যায়। ভোর রাতে ওই ক্যাম্পে আগুন দেয় দুর্বৃত্তরা। সকালে নেতাকর্মীরা ক্যাম্পে এসে বিষয়টি দেখে পুলিশকে জানান।

নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল বলেন, রাতের অন্ধকারে আমার নির্বাচনি ক্যাম্প আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। ভোটারদের মনে আতঙ্ক সৃষ্টি করতে এ ধরনের ঘটনা ঘটিয়েছে। 

নাটোর সদর থানার কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত করে আইনি কাজ শুরু করেছি।

বিডি প্রতিদিন/এএম

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর