৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে নির্বাচনে। ৭ জানুয়ারি নওগাঁ জেলার ৫টি আসনে মোট ৬৫০টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আসন ভিত্তিকি কেন্দ্র সংখ্যা হচ্ছে- নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনে ১৬৫ কেন্দ্র, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছি) আসনে ১৪১ কেন্দ্র, নওগাঁ-৪ (মান্দা আসনে ১১৭ কেন্দ্র, নওগাঁ-৫ (সদর) আসনে ১১৩ কেন্দ্র এবং নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনে ১১৪ কেন্দ্রে ভোট গ্রহণ অনুুষ্ঠিত হবে। নওগাঁর পাঁচটি আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে ৬৫০টি।
এর মধ্যে ৪০৯টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ৫টি আসনে মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ৬৩ হাজার ১৫৯জন। তাদের মধ্যে ৯ লাখ ২৮ হাজার ৭৩৭জন পুরুষ ভোটার, ৯ লাখ ৩৪ হাজার ৪১৩ জন মহিলা ভোটার এবং ৯ জন হিজরা ভোটার।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক গোলাম মওলা জানান, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের সার্বিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এই নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত থাকছে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি এবং আনসার বাহিনীর সদস্যরা। নওগাঁ ৬টি সংসদীয় আসন হলেও নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনে একজন স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারনে ভোটের কার্যক্রম বন্ধ করা হয়েছে।
নওগাঁর পুলিশ সুপার মুহাম্বদ রাশিদুল হক বলেন, নির্বাচন কেন্দ্রীক ৫ স্তরের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। গুরুত্বপূর্ন কেন্দ্রগুলোতে ১২জন আনসার বাহিনীর সদস্যদের সাথে ২জন করে পুলিশ সদস্যসহ মোট ১৪জনের টিম এবং ১২জন আনসার সদস্যের সাথে ১জন পুলিশ সদস্যসহ মোট ১৩জনের একটি করে দল দায়িত্ব পালন করবেন। এ ছাড়াও সেনাবাহিনী, পুলিশ, র্যাব বিজিবির সমন্বয়ে একটি মোবাইল টিম, ষ্ট্রাইকিং টিম, ষ্ট্রাইকিং রিজার্ভ টিম এবং সিনিয়র কর্মকর্তাদের সমন্বয়ে আরেকটি টিম সার্বক্ষনিক টহলরত থাকবে। এদিকে বিজিবির একটি দল ভোট কেন্দ্র সমূহের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রসমূহে অনুসন্ধান অব্যাহত রেখেছে। কেন্দ্রগুলোতে কোন নাশকতামুলক বস্তু রেখে দেয়া হয়েছে কি না তা প্রশিক্ষিত কুকুর দ্বারা অনুসন্ধান চালানো হচ্ছে।
উল্লেখ্য, নওগাঁর ৫টি আসনে মোট ২৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তাদের মধ্যে ৬টি রাজনৈতিক দলের ১৬জন এবং স্বতন্ত্র প্রার্থী ১৩ জন। সবকটি আসনেই আওয়ামী লীগের প্রার্থীদের সঙ্গে দলের স্বতন্ত্র প্রার্থীদের ভোটের মূল প্রতিদ্বনিদ্বতা হতে পারে।
বিডি প্রতিদিন/এএম