নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেলিম মোল্লা (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জানুয়ারি) ডাহিয়া ইউনিয়নের কাউয়াটীকরী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সেলিম একই গ্রামের সেরাজ মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে জমিতে ধানের চারা রোপণের কাজে গিয়ে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায় সেলিম মোল্লা। ঘটনার পর সাথে থাকা লোকজন দেখতে পেয়ে ছুটে আসে এবং তাকে নিয়ে বাড়ির দিকে নেওয়ার পতে রাস্তায় তার মৃত্যু হয়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ