দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ছয়টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে আওয়ামী লীগের প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
নির্বাচনে বিজয়ীরা হলেন দিনাজপুর-১ (কাহারোল-বীরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা (ট্রাক) ১ লাখ ১৫ হাজার ৫১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের মনোরঞ্জন শীল গোপাল (নৌকা) ১ লাখ ৬ হাজার ৪৯৯ ভোট পেয়েছেন।
দিনাজপুর-২ (বোচাগঞ্জ-বিরল) আসনে আওয়ামী লীগের প্রার্থী খালিদ মাহমুদ চৌধুরী এমপি (নৌকা) ১ লাখ ৭২ হাজার ৯১২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনোয়ার চৌধুরী জীবন (ঈগল) পেয়েছেন ১ হাজার ৩৫৯ ভোট।
দিনাজপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী ইকবালুর রহিম এমপি (নৌকা) ১ লাখ ৮ হাজার ২৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন (ট্রাক) ৫৪ হাজার ৩৮ ভোট পেয়েছেন।
দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে আওয়ামী লীগের আবুল হাসান মাহমুদ আলী এমপি (নৌকা) ৯৬ হাজার ৪৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম তারিক (ট্রাক) পেয়েছেন ৬২ হাজার ৪২৪ ভোট।
দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে আওয়ামী লীগের অ্যাড. মোস্তাফিজুর রহমান এমপি (নৌকা) ১ লাখ ৬৭ হাজার ৪২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র হযরত আলী বেলার (ট্রাক) পেয়েছেন ২৬ হাজার ৪৪২ ভোট।
দিনাজপুর-৬ (বিরামপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট-হাকিমপুর) আসনে আওয়ামী লীগের শিবলী সাদিক (নৌকা) ১ লাখ ৭৯ হাজার ৮২৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ড. আজিজুল হক (ট্রাক) ৮২ হাজা ২৪৮ ভোট পেয়েছেন।
বিডি-প্রতিদিন/বাজিত
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        