লালমনিরহাটে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার এজেন্ট হাকিমের পিতা মোফাজ্জল হোসেন (৭২) ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল আনুমানিক ৯টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বাদ আসর লালমনিরহাটের ফুলগাছ সৌদিয়া মাদ্রাসা মাঠে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা নামাজ শেষে পারিবারিক করবস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৭ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিডি প্রতিদিন/হিমেল