তীব্র শীত জেঁকে বসেছে উত্তরের জেলা নীলফামারীতে। মঙ্গলবার নীলফামারীতে সূর্যের দেখা মেলেনি। মৃদু হিমেল হাওয়া বইছে।
তীব্র এই শীতে বিপর্যস্ত হয়েছে জনজীবন। ঘন কুয়াশা ঢেকে রাখায় গুমোট পরিবেশ বিরাজ করছে। বৈরী এই আবহাওয়ায় কোণঠাসা মানুষ। স্বাভাবিক জীবন যাত্রায় ব্যাঘাত ঘটছে শীতের তীব্রতায়।
ঘন কুয়াশার কারণে যানবাহনগুলোকে চলতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে। অন্যদিকে শীতের প্রকোপে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষজন। আজ নীলফামারীর সৈয়দপুর আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস।
বিডি প্রতিদিন/এমআই