প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করায় দেশবাসীকে অভিনন্দন জানিয়ে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে নাটোরে মানববন্ধন ও পথসভা করেছে বাম গণতান্ত্রিক জোট। আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে শহরের কানাইখালী প্রেস ক্লাব চত্ত্বরে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন বাসদ জেলা শাখার সমন্বয়ক দেবাশিষ রায়, কমিউনিস্ট পার্টির জেলা শাখার সভাপতি নির্মল চৌধুরিসহ নেতা-কর্মীরা। এ পথসভায় জেলা বাসদ ও কমিউনিস্ট পার্টি অংশ নেয়।
এ সময় বক্তারা বলেন, ৭ জানুয়ারির নির্বাচন ছিল এক প্রহসনের নির্বাচন। এ নির্বাচন দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। তারা নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান।
বিডি প্রতিদিন/এএ