১৪ জানুয়ারি, ২০২৪ ১৭:৫৩

ভোলায় জেলা প্রশাসকের কম্বল বিতরণ

ভোলা প্রতিনিধি

ভোলায় জেলা প্রশাসকের কম্বল বিতরণ

কম্বল বিতরণ করছেন জেলা প্রশাসক আরিফুজ্জামান

শীতের তীব্রতা বেড়েছে। বেড়েছে অসহায় ছিন্নমূল মানুষের দুর্ভোগ। বিশেষ করে মেঘনা নদীর ভাঙনে বসতভিটা হারিয়ে বাঁধের উপর আশ্রয় নেওয়া মানুষের কষ্ট অনেক বেশি। এসব মানুষের শীতের কষ্ট লাঘবে রাতের বেলা কম্বল বিতরণ করেছেন ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান।

শনিবার রাতে ভোলা সদর উপজেলার ধনিয়া ও শিবপুর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় ঘরে ঘরে গিয়ে দুই শতাধিক পরিবারের মাঝে কম্বল তুলে দেন। এসময় তিনি বেড়িবাঁধে থাকা নিম্নআয়ের মানুষের খোঁজখবর নেন।

জেলা প্রশাসক আরিফুজ্জামান জানান, গত কয়েকদিন ধরে খুব কনকনে শীত পড়েছে। শীত বেড়ে যাওয়ায় এসব মানুষ শীতে অনেক কষ্ট পাচ্ছে। তাই তাদের কষ্ট কিছুটা লাঘব করার জন্য এই শীতবস্ত্র নিয়ে ছুটে এসেছেন। এ বছর দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৪৩ হাজার ৫০০ কম্বল দেওয়া হয়েছে।

এসময় জেলা প্রশাসকের সাথে অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা, ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল, ভোলা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর