গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছামাদ মারোকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার বরিশাল ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আব্দুস ছামাদ মারোর বিরুদ্ধে সন্ত্রাস নাশকতা অগ্নিসংযোগ ভোটকেন্দ্র দখলসহ ৪ টি মামলা চলমান রয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, হরতাল চলাকালে সন্ত্রাস নাশকতা, অগ্নিসংযোগ ভোটকেন্দ্র দখলসহ সরকার দলীয় নেতাকর্মীদের উপর হামলার অভিযোগে তার বিরুদ্ধে ৪ টি মামলা চলমান রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে গাইবান্ধা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল