বান্দরবান জেলার রুমা উপজেলার বগালেক-কেওক্রাডং সড়কের দার্জিলিং পাড়ায় একটি জিপ গাড়ি খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন পর্যটক আহত হয়েছেন।
শনিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতদের উদ্ধার করা হচ্ছে। এছাড়া আহতদের উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন