বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিএনপির রাজনীতিতে চলছে তোলপাড়। শনিবার চট্টগ্রামে অনুষ্ঠিত ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে’ তামিম বক্তব্য দেওয়ার পর ডালপালা মেলতে থাকে গুঞ্জনের। কেউ কেউ চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসন থেকে তামিমের নির্বাচন করার কথা জানান। তবে বিএনপি কিংবা তামিমের পক্ষে কেউ তার রাজনীতিতে সক্রিয় হওয়ার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি। বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে যুব সমাজের প্রতিনিধি হিসেবে যোগ দেন তামিম ইকবাল। সমাবেশে যোগদানের সঙ্গে তার রাজনীতির কোনো সম্পর্ক নেই। বিএনপির সমাবেশে ‘স্পোর্টসম্যান’ হিসেবে যোগ দেওয়ার কথা জানিয়েছেন তামিম ইকবাল। তিনি বলেন, রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নয় বরং ‘স্পোর্টসম্যান’ হিসেবে তারুণ্যের সমাবেশে যোগদান করেছি। সমাবেশে আমি স্পোর্টস নিয়েই কথা বলেছি। সমাবেশেই আমি অবস্থান পরিষ্কার করেছি। এটা নিয়ে অন্য কিছু ভাবার সুযোগ নেই। জানা যায়, সমাবেশে বক্তব্য দেওয়ার পর চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয় তামিম ইকবালকে ঘিরে। সমাবেশে বক্তব্য দেওয়ার পর আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে চট্টগ্রাম-৯ আসন থেকে তামিমের নির্বাচন করার গুঞ্জন ওঠে। শনিবার অনুষ্ঠিত সমাবেশে বক্তব্যের মাধ্যমে বিএনপির রাজনীতিতে তামিমের সক্রিয় হওয়ার কথা জানান কেউ কেউ। যদিও বিএনপি কিংবা তামিম কেউ এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেননি। তবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের রয়েছে ব্যক্তিগত সম্পর্ক। ২০১৩ সালের ২৭ জুন ঢাকার আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে তামিম ইকবালের বিবাহোত্তর বউভাত অনুষ্ঠানে দলের সিনিয়র নেতাদের নিয়ে হাজির হন তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তামিমের বিএনপি সমাবেশে যোগদানের বিষয়ে কথা হয় তার নিকটাত্মীয় ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক সিরাজুদ্দীন মোহাম্মদ আলমগীরের সঙ্গে। তিনি বলেন, সমাবেশে যোগদানের রাতেই তামিমের সঙ্গে কথা হয়। আলাপকালে বুঝেছি রাজনীতি নিয়ে তার মধ্যে আগ্রহ নেই। তার চিন্তাজুড়েই রয়েছে ক্রিকেট। ২০০৭ সালে বাংলাদেশের ক্রিকেটে ধূমকেতুর মতো আবির্ভাব হয় ড্যাশিং ব্যাটসম্যান তামিম ইকবালের। অভিষেকের পর থেকে আর পেছনে ফিরে থাকাতে হয়নি বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই ক্রিকেটারকে। তামিম ইকবাল টেস্ট, ওয়ানডে এবং টি ২০ মিলে ৩৯১ আন্তর্জাতিক ম্যাচে ১৫ হাজার ২৪৯ রান করেন। তিনি আন্তর্জাতিক অঙ্গনে ২৫ সেঞ্চুরি এবং ৯৪ অর্ধশতক হাঁকান। ২০২৩ সালে মিরপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন। চলতি বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম।
শিরোনাম
- বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ
- নির্বাচন নিয়ে কেউ বিকল্প ভাবলে তা হবে জাতির জন্য বিপজ্জনক : বলেছেন প্রধান উপদেষ্টা
- ট্রান্সফার ফির রেকর্ড গড়ে নিউক্যাসলে ভল্টামাডা
- টেকনাফে অস্ত্র ও ইয়াবাসহ একজন আটক
- জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিত চায় এনসিপি
- বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন নিয়ে জামায়াতের শঙ্কা
- ফাহমিদার কণ্ঠে বৃষ্টির গান ‘মেঘলা আকাশ’
- দাম্পত্য জীবনের টানাপোড়েনের গল্প ‘সহযাত্রী’
- ঝলমলে ক্যারিয়ারে নতুন কীর্তি পোলার্ডের
- ভূমিসেবায় জনবান্ধব পরিবেশ নিশ্চিত করা অপরিহার্য : ভূমি সচিব
- ভারতকে কাঁদিয়ে বাংলাদেশের জয়
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে কেন্দ্রীয় কমিটি গঠন
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৮
- চার ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল শুরু
- সাদুল্লাপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
- সারা দেশে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১২৯০ জন
- পানিতে ডুবে শিশু মৃত্যু রোধে শুভসংঘের সচেতনতা সভা স্বরূপকাঠিতে
- ‘জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে’
- পূর্বাচলে হচ্ছে চার নতুন থানা
- রামদা দিয়ে কুপিয়ে ছাদ থেকে দুই শিক্ষার্থীকে ফেলে দিল 'স্থানীয়রা', উত্তপ্ত চবি
তামিমকে ঘিরে তোলপাড় চট্টগ্রামের রাজনীতি
মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর