বিশাল সাফল্যের পর ‘পাঠান’ ছবির সিক্যুয়েল ‘পাঠান ২’-এর জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে। এবার জানা গেছে, ছবির শুটিং হবে দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে। এ তথ্য সামনে এসেছে চিলির রাষ্ট্রপতির সাম্প্রতিক ভারত সফরের সূত্র ধরে।
চার বছরের বিরতির পর ‘পাঠান’ ছবির মাধ্যমে বলিউডে ফিরেছিলেন শাহরুখ খান। সম্পূর্ণ অ্যাকশন-নির্ভর চরিত্রে অভিনয় করে দর্শকদের তাক লাগিয়েছিলেন কিং খান। ছবিটি প্রায় ৫০০ কোটি টাকার ব্যবসা করে বক্স অফিস কাঁপায় এবং ভেঙে দেয় ‘বাহুবলী: দ্য কনক্লুশন’-এর রেকর্ড।
সম্প্রতি ভারতে এসেছেন চিলির রাষ্ট্রপতি গ্যাব্রিয়েল বোরিক ফন্ট। দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর তিনি পৌঁছান মুম্বাই, যেখানে তিনি বলিউড নির্মাতাদের সঙ্গে বৈঠক করেন। আলোচনার মূল বিষয় ছিল, চিলিকে আন্তর্জাতিক সিনেমার শুটিং লোকেশন হিসেবে তুলে ধরা।
অভিনেতা ও প্রযোজক অংশুমান ঝা জানিয়েছেন, তিনি চিলির রাষ্ট্রপতি ও সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। তার প্রযোজনা সংস্থার পক্ষ থেকে ‘লকরভাগ্গা ৩’ ছবির চিলিতে শুটিং নিয়ে আলোচনা হয়েছে। সেই সূত্রেই উঠে এসেছে ‘পাঠান ২’-এর প্রসঙ্গ। অংশুমান বলেন, ''২০২৬ সালেই চিলিতে ‘পাঠান ২’ ও ‘লকরভাগ্গা ৩’-এর শুটিং শুরু হবে বলে আশা করছি। রাষ্ট্রপতি চাইলেন ছবিগুলোর মাধ্যমে চিলির প্রাকৃতিক সৌন্দর্য বিশ্বকে দেখানো হোক।''
‘পাঠান’ পরিচালনা করেছিলেন সিদ্ধার্থ আনন্দ। ছবিতে দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। এটি ছিল যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অংশ, যেখানে অতিথি চরিত্রে সলমন খানকেও দেখা গিয়েছিল তার বিখ্যাত ‘টাইগার’ রূপে।
চিলির মনোরম প্রাকৃতিক পরিবেশ ও নতুন লোকেশন বলিউড স্পাই থ্রিলারে যে নতুন মাত্রা যোগ করবে, তা বলা বাহুল্য। আপাতত, ভক্তদের অপেক্ষা ‘পাঠান ২’-এর আনুষ্ঠানিক ঘোষণা ও মুক্তির দিন জানার।
বিডি প্রতিদিন/মুসা